কবিতা- “ভালবাসা মানে-১”
Ali Ashraf Khan , শনিবার, ডিসেম্বর ০১, ২০১২
ভালবাসা মানে-1
-মো. আলী আশরাফ খান।
ভালবাসা মানে স্পর্শবিহীন
স্পর্শকাতর যত কথকতা
ভালবাসা মানে ঘোমটায় মোড়া
গোলাপ কুড়ির না বলা কথা।
ভালবাসা মানে মজনুন-লায়লার
কালজয়ী সেই মর্মস্পর্শী উপাখ্যান
ভালবাসা মানে উজাড় করে দেয়া
যেথায় থাকবেনা কোন পিছুটান।
ভালবাসা মানে স্নিগ্ধ সুরভিত পূর্ণিমায়
জ্যোত্স্নার জলে শুধুই সাঁতার কাঁটা
ভালবাসা মানে প্রিয়ার হাত ধরে
দূর্বা বিছানো নরম পথে হাঁটা।
ভালবাসা মানে প্রত্যুষে উঠে
শিউলি ফুলের মালা গাঁথা
ভালবাসা মানে পৌষের হিমেল রাতে
বোনের আদরে জড়ানো নক্শী কাঁথা।
ভালবাসা মানে চৈত্রের প্রখর রোদে
ক্লান্ত দেহে ঘরে ফিরে আসা
ভালবাসা মানে খোকার কচি হাতে
দ্রুত লয়ে ঘোরা তালের পাখা।
লিঙ্ক