ভালবাসা বহতা নদী-কবিতা
Ali Ashraf Khan , সোমবার, ডিসেম্বর ১০, ২০১২
ভালবাসা বহতা নদী ভালবাসা এক স্বর্গীয় অনুভূতির নাম যেন স্বপ্নের সোনালী সোপান ভালবাসা যেন সবুজ একটি গ্রাম শান্ত স্নিগ্ধ বহতা নদী শীতের সকালে এক ফালি রোদ। ভালবাসার কোমল স্পর্শে ক্ষুধার্ত বাঘ হয় শান্ত সুবোধ নাগিনীর উদ্ধত ফণা নত হয় হিমালয়ের সুউচ্চ শৃঙ্গে শত শতাব্দির জমে থাকা ধবল বরফের স্তুপ গলে যায় সূর্যের মায়াবী আলিঙ্গনে। বাতাসের নরম ছোয়ায় শান্ত নদীতে ঢেউ বিস্তারিত...
কবিতা- “ভালবাসা মানে-১”
Ali Ashraf Khan , শনিবার, ডিসেম্বর ০১, ২০১২
ভালবাসা মানে-1
-মো. আলী আশরাফ খান।
ভালবাসা মানে স্পর্শবিহীন
স্পর্শকাতর যত কথকতা
ভালবাসা মানে ঘোমটায় মোড়া
গোলাপ কুড়ির না বলা কথা।
ভালবাসা মানে মজনুন-লায়লার
কালজয়ী সেই মর্মস্পর্শী উপাখ্যান
ভালবাসা মানে উজাড় করে দেয়া
যেথায় থাকবেনা কোন পিছুটান।
ভালবাসা মানে স্নিগ্ধ সুরভিত পূর্ণিমায়
জ্যোত্স্নার জলে শুধুই সাঁতার কাঁটা
ভালবাসা মানে প্রিয়ার হাত ধরে
দূর্বা বিস্তারিত...