প্রজন্ম চত্র ও জার্মানিতে বসবাসকারী বাংলাদেশী
১৯৭১ সনের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার অপরাধে সমস্থ মানবতাবিরোধী কাজের সাথে সম্পৃক্ত থাকায়, অপরাধীদের আন্তর্জাতিক বিচার ট্রাইবুনাল এ স্বাধীন ও নিরপেক্ষ বিচারের দাবিতে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশীরা ও প্রজন্ম চত্রের আন্দোলনের সাথে একাততা প্রকাশ করে বিভিন্ন সংহতি মূলক অনুষ্ঠানে অংশগ্রহন করে৷ জার্মানিতে বন, কোনল, হাইডেলবুর্গ, স্টুটগার্ট, গ্যোটিঙেন ও বার্লিন-সহ আরো কয়েকটি শহরে সমাবেশ করেছে বাংলাদেশীরা ৷