image

বার্লিনে পহেলা বৈশাখ ১৪২০
Mir Monaz Haque, বৃহস্পতিবার, মে ০৯, ২০১৩
বার্লিনে পহেলা বৈশাখ


image

প্রজন্ম চত্র ও জার্মানিতে বসবাসকারী বাংলাদেশী
Mir Monaz Haque, রবিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১৩
১৯৭১ সনের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার অপরাধে সমস্থ মানবতাবিরোধী কাজের সাথে সম্পৃক্ত থাকায়, অপরাধীদের আন্তর্জাতিক বিচার ট্রাইবুনাল এ স্বাধীন ও নিরপেক্ষ বিচারের দাবিতে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশীরা ও প্রজন্ম চত্রের আন্দোলনের সাথে একাততা প্রকাশ করে বিভিন্ন সংহতি মূলক অনুষ্ঠানে অংশগ্রহন করে৷ জার্মানিতে বন, কোনল, হাইডেলবুর্গ, স্টুটগার্ট, গ্যোটিঙেন ও বার্লিন-সহ আরো কয়েকটি শহরে সমাবেশ করেছে বাংলাদেশীরা ৷


image

বার্লিন কার্নেভাল অফ ওয়ার্ল্ড কালচার
Mir Monaz Haque, শনিবার, ফেব্রুয়ারি ০২, ২০১৩
বার্লিন এর বাঙ্গালীরা বিগত ১০ বছর থেকে কার্নেভাল অফ ওয়ার্ল্ড কালচার এ অংশ নিচ্ছে৷ এই অনুষ্ঠান টির শুরু ১৯৯০ যখন বার্লিন এর প্রাচীর ভেঙ্গে পূর্ব ও পশ্চিম বার্লিন পুনরমিলিত হয়৷ বার্লিন নগরীকে সারা বিশ্বের সাথে পরিচয় করে দেবার জন্যই এই বর্নাধ্য কার্নেভাল অফ ওয়ার্ল্ড কালচারের আয়োজন৷ প্রায় ৬ কিলো মিটার রাজপথ এর দুধারে লক্ষাধিক উত্সুক জনতা দাঁড়িয়ে কার্নেভাল শিল্পীদেরকে হাতনাড়িয়ে সম্ভাষণ জানায়৷ বার্লিন এর বাঙ্গালীরা প্রতিবছর একটি বিশেষ থীম তৈরী করে নৃত্য ও সঙ্গীতে এই কার্নেভাল পরিবেশন করে৷ গত বছরের থেম ছিল "বৃষ্টি ও বাঙালি"৷ বাংলাদেশের যারা এই কার্নেভালে অংশ নেয় ও আয়োজন করে তাদের মধ্যে নুরী ও লুত্ফুল, সাহিদা ও রতন, খোকন, নাজমুন এদের নাম না করলেই নয়৷ ৬ কিলো মিটার এই রাজপথ হেঁটে হেঁটে নাচে গানে আনন্দ মুখর আমেজে পাড়ি দিতে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে৷ সম্পূর্ণ অনুষ্ঠানে প্রায় ১২০ টি দেশ অংশ নেয়৷


« Previous |  | Next »   Page 1 of 1